স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সেনবাগে ষাটোর্ধ এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
ধর্ষনের স্বীকার ভুক্তভোগী নারীর নাম হাসমতের নেছা (৬৫) স্বামী ছালেহ আহমেদ। সেনবাগের ০৪ নং কাদরা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের পূর্ব আহমেদ পুর গ্রামের বাসিন্দা সে।
আজ বৃহস্পতিবার (১৬ মে) সময় আনুমানিক ভোর রাত ০৫.৩০ মিনিটের সময় ঐ নারী তার বাড়ীর পাশে আম কুড়াতে বের হলে তাজুল ইসলাম কালা (৩৫) পিতা মৃত তোফাজল হোসেন ও মোঃ রাজু (২৯) পিতা আবুল কালাম উভয়ে ঐ নারীকে জোরপূর্বক মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে ঐ নারী অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদ কে ঘটনার বিষয়ে জানালে তিনি এলাকা বাসীর সহায়তায় অভিযুক্তদ্বয়কে কে আটক করে থানায় খবর দিলে সেনবাগ থানার এসআই ওমর ফারুক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদ্বয়কে আটক করে থানায় নিয়ে আসেন। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তাজুল ইসলাম কালা ও মোঃ রাজুকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া