হাবিবুর রহমান (সেনবাগ):
নোয়াখালীর সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলার কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিস্তলটি জব্দ করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
গ্রেফতার মনির আহাম্মদ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হানিফ বাবুর্চির নতুন বাড়ির মো. হানিফের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রের খবরে শুক্রবার রাত সোয়া ৯টায় সেনবাগ থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ (সেমি অটোমেটিক ৭.৬২ এমএম) মনির আহাম্মদকে গ্রেফতার করা হয়।
এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি মনির আহাম্মদ জানান তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছেন। এটি গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার যেকোনো থানা থেকে সংঘাত-সহিংসতার সুযোগে লুট করা হয়েছিলো। পরে এ বিষয়ে সেনবাগ থানায় মনির ও কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় মনিরকে আদালতে পাঠানো হয়। পলাতক কাইয়ুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া