প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ
ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মোঃ নুর হোসাইন :
বাংলাদেশের আওয়ামিলীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমে খবর আসার পর রাত সাড়ে দশটায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মাজহারুল ইসলাম রাকিব, গণ অধিকারের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহের সহ আরো অনেকে।
মিছিল শেষে উপস্থিত ছাত্র সমাজের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। ছাত্রলীগ ধর্ষনের সেঞ্চুরি করে উদযাপন করেছে, মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের ছাত্র সমাজ আজ আনন্দিত ও উল্লাসিত। তিনি আরো বলেন, আগামীকাল সকাল ১০ টায় জেলা শহর মাইজদীর সুপার মার্কেটের সামনে থেকে নোয়াখালীর সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে আনন্দ মিছিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া
Copyright © 2025 দৈনিক নোয়াখালী বার্তা. All rights reserved.