প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবে জামাত শিবির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে সুবর্নচরে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার:
২০০৬ সালের ২৮ অক্টোবরের বর্বর লগি বৈঠার তান্ডবে জামাত ও শিবিরের নেতাকর্মীদেরকে হত্যাকারীদের বিচারের দাবিতে এক প্রতিবাদী সমাবেশ ও আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চরজব্বর ইউনিয়ন শাখা।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামাতের আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসহাক খন্দকার , গাজিপুর মহানগরী শূরাও কর্মপরিষদ টঙ্গী মডেল থানা আমির জনাব নেয়ামত উল্ল্যা শাকের, নোয়াখালী জেলার শূরা-কর্ম পরিষদ সদস্য জনাব অধ্যাপক শেখ শাহাবুদ্দিন, উপজেলা আমির জনাব মাওলানা জামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি জনাব জামান উল্লাহ মুকুল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি জনাব আবু সায়েদ সুমন এবং নোয়াখালী জেলা দক্ষিণ শিবিরের সভাপতি হেয়াদত উল্লাহ মাসুদ। এতে সভাপতিত্ব করেন চরজব্বর ইউনিয়ন জামাতের আমির জনাব ওমর ফারুক ভূঁইয়া।
জামায়াতের এই প্রতিবাদ সমাবেশ এবং প্রামণ্যচিত্র প্রদর্শনীতে যোগ দেয় কয়েক হাজার সাধারণ মানুষ ও অসংখ্য দলীয় নেতাকর্মীরা৷
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া
Copyright © 2025 দৈনিক নোয়াখালী বার্তা. All rights reserved.