স্টাফ রিপোর্টার:
টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সুবর্ণচর উপজেলার ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে উপজেলা মুক্তিসত্তরে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
গত ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রি. পাক হানাদার বাহিনীর আদলে রাতের অন্ধকারে টঙ্গীর বিশ্ব ইজতেমাহ মাঠে নিরীহ, সহজ-সরল আল্লাহভীরু মুসল্লিদের উপর সাদপন্থী উগ্র, চরমপন্থী ও সন্ত্রাসবাদীরা সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে টঙ্গী ময়দানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। যাতে রাতের আঁধারে ময়দানে অবস্থানরত উপমহাদেশের বিদগ্ধ উলামা - মাশায়েখের পরিচালনাধীন দাওয়াতে দ্বীনের অন্যতম পথিকৃৎ তাবলীগ জামাতের চারজন ভাই শাহাদাত বরণ করেছেন। এছাড়া ভন্ড মতবাদের অনুসারী উগ্র ও বিদেশী সহায়তাপুষ্ট সাদপন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয় তাবলীগ জামাতের শত শত সাথী। আহত সাথীগণ বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন । অনেকেই আবার আশংকাজনকভাবে দিনাতিপাত করছেন।
প্রতিবাদ সমাবেশ, হযরত মাওলানা আশ্রাফ আলী দিদারের সভাপতিতে মাওলানা মোঃ মিসবার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, হযরত মাওলানা ইসহাক আশ্রাফী , হযরত মাওলানা মোবাশ্বেরুল বারী, হযরত মাওলানা মাসুম বিল্লাহ, হযরত মাওলানা জামাল উদ্দিন সাইফ প্রমূখ।
বক্তারা বলেন, সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুবর্ণচর উপজেলার সকল মসজিদে তাদের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সুবর্ণচর উপজেলা থেকে যে সকল সন্ত্রাসী টঙ্গীর নৃশংস হত্যাকান্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তড়িৎ গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। যে সকল গোমরাহ ব্যক্তিবর্গ আপামর আলেমসমাজের বিরুদ্ধে মিথ্যাচার ও অপবাদ আরোপ করেছে এদেরকে শক্ত হতে দমন করে আইনের আওতায় আনতে হবে।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষে, ওলামায়ে কেরাম সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বর থানার অফিসার ইনচার্জ এবং সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে স্মারক লিপি দেন।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া