প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগে নোয়াখালীতে যুবদল নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার:
চাঁদাবাজির অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলকে প্রাথমিক পদ সহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বহিস্কৃত রাসেল সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ছিলেন।
সম্প্রতি সাহেব উদ্দিন রাসেলের চাঁদা দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অডিওতে রাসেলকে একজন ঠিকাদারের কাছ থেকে বড় অংকের চাঁদা দাবি করতে শোনা যায়। এই ঘটনা প্রকাশের পর জেলা এবং কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের দৃষ্টিতে আসলে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে।
রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অডিও ক্লিপের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া
Copyright © 2025 দৈনিক নোয়াখালী বার্তা. All rights reserved.