স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৫ আগস্ট দুস্কৃতিকারীরা সোনাইমুড়ী থানা আক্রমণ করে। ওই সময় চায়না রাইফেলটি লুট হয়। বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া