নোসক প্রতিনিধি :
নোয়াখালী সরকারি কলেজে (নোসক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ব্যবসায় এবং সামাজিক ক্ষেত্রে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন হয়েছে। UNDP, GRAMEENPHONE, BIDA যৌথভাবে এ ফিউচারনেশন প্রকল্প পরিচালিত করবে।
সোমবার (১৩ জানুয়ারী) কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে নোসক অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রত্যেককে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইংরেজি ও অন্যান্য ভাষা দক্ষতাসহ প্রযুক্তির নানা দিক বিশেষ করে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স এর মতো বিষয়গুলো এখন থেকেই রপ্ত করতে হবে।
এসময় তিনি আরও বলেন, ইউএনডিপি ও বৃটিশ কাউন্সিলের আজকের এ অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের নিজেদের নতুনভাবে গড়ে তোলার সুযোগ করে দিল বলে আমি বিশ্বাস করি। কারণ তারা এর মাধ্যমে কোনো অর্থ খরচ না করে ভাষা ও প্রযুক্তির নানা ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য বৃত্তি পাবে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশে দক্ষ মানব সম্পদ হিসেবে কর্মক্ষেত্রে সুযোগ পাবে এবং ফিউচারনেশন প্রকল্পের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ করতে পারবে।
ইউএনডিপির ‘ফিউচারনেশন’ এর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন নোসক উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ফিউচারনেশন প্রকল্পের নোসক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির, ইউএনডিপি ফিউচারনেশন চট্রগ্রাম বিভাগীয় কর্মকর্তা মোঃ কবির হোসেন, ইউএনডিপি ফিউচারনেশন ক্যাম্পাস ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নোসক রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ইউএনডিপি'র ফিউচারনেশন প্রকল্পের নোসক কো-অর্ডিনেটর মিনহাজুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া