মোঃ হাবিবুর রহমান (সেনবাগ)
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৈয়াজলা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ভোর ৪টার দিকে সিদ্দিক কোম্পানির বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
সিদ্দিক কোম্পানির শালক মহিন উদ্দিন জানান, একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল, ৫টি এনরয়েড্র মোবাইল ফোন,৫ভরি স্বর্ণালঙ্কার ও ৩ লক্ষ নগদ অর্থ ৫০ হাজার টাকার একটি চেক, লুট করেছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয়দের ধারণা, এটি পূর্বপরিকল্পিত ডাকাতি। এই ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতার আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া