মোঃ নুর হোসাইন :
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নোয়াখালীতে গণ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নোয়াখালী জেলা শাখা।
শুক্রবার (৩১ জানুয়ারী ) বাদ জুমা নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা স্কুলের সামনে দিয়ে ঘুরে বড় মসজিদ মোড়, টাউনহল মোড়, সুধারাম থানা, নতুন বাসস্ট্যান্ড সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাইজদী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
গণ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা: উসামা রাইয়ান, কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান ।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুয়াদ জেলা উত্তর সভাপতি মো দাউদ ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের নিকট অতিদ্রুত সময়ের মধ্যে জুলাই অভুত্থানে হাসিনা সরকারের চালানো গণহত্যার বিচার দাবি করেন। এবং শহীদ ও আহত পরিবারের প্রাপ্য সম্মান, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া