নোসক প্রতিনিধি :
৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শাখা ছাত্রশিবির। প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নোসক উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন নোসক শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম এবং সেক্রেটারি নাজিম মাহমুদ শুভ সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বিনামূল্যে চিকিৎসা নিতে কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ভিড় জমান। বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ কনসালটেন্টের চিকিৎসা পেয়ে খুশি শিক্ষার্থীরাও। এসময় ডাক্তারী প্রেসক্রিপশন, পরামর্শ ছাড়াও ফ্রি-তে বিভিন্ন ধরনের মেডিসিন সরবরাহ করা হয়।
সিনথিয়া আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, শিবিরের ফ্রি-মেডিকেল ক্যাম্পে এসে ডাক্তার দেখাতে পেরেছি এবং মেডিসিনও দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য এরকম ভালো একটি উদ্যোগ গ্রহণ করায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্ছি।
নোসক শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম বলেন, সবাইকে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া