নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য রাতে থাকা ও খাবারের ব্যবস্থা, ইনফরমেশন বুথ, ফ্রি মোটরসাইকেল সার্ভিস, পানি ও স্যানিটেশন বিতরন, ফ্রি-তে ব্যাগ ও মোবাইল সংরক্ষণ বুথ, হেল্প ডেস্ক, অভিভাবক ছাউনি সহ অসাধারণ সব উদ্যোগ গ্রহণ করায় দেশজুড়ে প্রশংসায় ভাসছে নোয়াখালী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন এবং নোয়াখালী সরকারি কলেজ শাখা রোভার স্কাউট।
শুক্রবার (৯ মে) সকাল ১১টায় নোবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । এসময় নোয়াখালী সরকারি কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে এসব সহায়তা বুথ স্থাপন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠন গুলো। তারমধ্যে নোয়াখালী সরকারি কলেজের প্রায় সব ছাত্র সংগঠনের এমন ইউনিক ও মানবিক উদ্যোগে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন তারা।
এরআগে, নোবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম ও ২য় ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দুই ধাপের পরীক্ষায়ও শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্কের মাধ্যমে সেবা প্রদান করে তারা।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া