মোঃ নুর হোসাইন :
ঐতিহ্যবাহী নোয়াখালী সরকারি কলেজের ক্যারিয়ার বিষয়ক ক্লাব পসপিরা এনজিসি ক্যারিয়ার সোসাইটির আয়োজনে “মেন্টাল হেলথ এন্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) রবিবার সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে মেন্টাল হেলথ এন্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, মো. আবু তারেক, সাইকোলজিস্ট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভুলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক সাইফ শিপন।
নোয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন মো. আবু তারেক।
উক্ত আলোচনায় শিক্ষার্থীরা পেয়েছে ক্যারিয়ার গঠনের দিক নিদর্শন এবং এই যুগে ক্যারিয়ার গড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বিষয়টিও উঠে এসেছে। আজকের সেমিনারে শিক্ষার্থীরা পেয়েছে সেই দিকনির্দেশনাই – কিভাবে নিজেকে মানসিকভাবে সুস্থ রেখে নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়া যায় আত্মবিশ্বাসের সাথে। উক্ত সেমিনারের প্রধান আলোচ্য বিষয় ছিলো মানসিক স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ও সচেতনতা, ক্যারিয়ার নিয়ে বাস্তবমুখী আলোচনা। এছাড়াও নেটওয়ার্কিং নিয়ে আলোকপাত করা হয় রাখা হয় প্রশ্নোত্তর পর্ব।
আলোচকদের অনুপ্রেরণাদায়ক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা নতুন করে ভাবতে শিখেছে নিজের ভবিষ্যৎ ও মানসিক সুস্থতা নিয়ে। ছাত্র-ছাত্রীদের মাঝে ছিল উচ্ছ্বাস, আগ্রহ ও আত্ম-উন্নয়নের দৃঢ় প্রত্যয়।
শিক্ষার্থীরা মনে করেন, এ রকম সেমিনারের মাধ্যমে তাদের ভবিষ্যতের পথ চলা সুগম হবে। তারা পসপিরা এনজিসি ক্যারিয়ার সোসাইটির কাছে ক্যারিয়ার গঠনে এরকম আরো প্রোগ্রাম আয়োজনের আশা রাখেন।
পসপিরা এনজিসি ক্যারিয়ার সোসাইটি ‘র সংশ্লিষ্টরা বিশ্বাস করেন , নিজেকে ভিতর থেকে গড়ে তুলে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া