১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হরতালের সমর্থনে নোয়াখালীতে বিএনপির ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

মোঃ নুর হোসাইন
বিএনপির ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা।

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।

সর্বাধিক পঠিত

নোবিপ্রবি ছাত্রী হলে অগ্নিকাণ্ড, পরীক্ষা স্থগিত

হরতালের সমর্থনে নোয়াখালীতে বিএনপির ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

আপডেট: ০১:০২:০৮ অপরাহ্ণ, শনিবার, ৬ জানুয়ারি ২০২৪

মোঃ নুর হোসাইন
বিএনপির ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা।

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।