নোয়াখালী-২ স্বতন্ত্র র্প্রাথীর গণসংযোগে নৌকার সর্মথকদরে হামলা,গাড়ি ভাঙচুর

মোঃ নুর হোসাইন : নোয়াখালী-২ (সনেবাগ-সোনাইমুড়ী) আংশকি আসনরে স্বতন্ত্র কাঁচি প্রতীকরে র্প্রাথী আতাউর রহমান ভূঁইয়া মানকিরে গণসংযোগে নৌকার সর্মথকদরে হামলা ও গাড়ি ভাঙচুররে ঘটনা ঘটছে। বৃহস্পতবিার (২৮ ডসিম্বের) বকিলে ৫টায় সোনাইমুড়ী উপজলোর নাটশ্বের ইউনয়িনরে দীঘরিযান বাজারে এ ঘটনা ঘট।ে এত,ে দশেীয় অস্ত্রশস্ত্র নয়িে স্বতন্ত্র র্প্রাথী আতাউর রহমান মানকিরে ব্যবহৃত গাড়ি ও বশে কয়কেট মোটরসাইকলে, সএিনজি …বিস্তারিত

অফিস ভাঙচুর, আগুন দেওয়ায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে …বিস্তারিত

নৌকার র্প্রাথীকে সর্মথন করায় বহষ্কিার জাপা নেতা

মো: নূর হোসাইন: নােয়াখালী -২ (সনেবাগ-সোনাইমুড়ী আংশকি) আসনরে র্বতমান সাংসদ ও নৌকা প্রতকিরে র্প্রাথী মোরশদে আলমকে সর্মথন দওেয়ায় এবং নৌকার র্প্রাথীকে বজিয়ী করতে কাজ করার ঘোষণা করায় সনোবগ উপজলো জাতীয় র্পাটরি সভাপতি ও কন্দ্রেীয় নর্বিাহী সদস্য – হাসান মঞ্জুর কে কন্দ্রেীয় পদ সহ র্পাটরি সকল পদ থকেে অব্যাহতি প্রদান করা হয়। উল্লখ্যে নোয়াখালী -২ আসনে …বিস্তারিত

স্বতন্ত্রের লোকজনকে নৌকার প্রার্থীর হয়রানির অভিযোগ

মো: নূর হোসাইন নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলম স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের ব্যাপক জনসমর্থন এবং মানুষের গণজোয়ার তৈরি হওয়ায় ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন নাটক সাজাচ্ছেন বলে অভিযোগ এ স্বতন্ত্র প্রার্থীর। বুধবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের …বিস্তারিত

সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া

প্রকাশক ও সম্পাদক কর্তৃক কৃষ্ণরামপুর, ইসলামিয়া রোড, সদর নোয়াখালী থেকে প্রকাশিত। ফেন্সি প্রিন্টিং প্রেস, মাইজদী কোর্ট নোয়াখালী থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আমির কমপ্লেক্স, প্রধান সড়ক, মাইজদী কোর্ট নোয়াখালী।
ঢাকা অফিস : ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স (৭ম তলা), ৭৩ কাকরাইল, ঢাকা-১০০০।
মোবাইল : ০১৮১৮৯৬৮৮৪০
ই-মেইল [email protected]
ওয়েব: www.dainiknoakhalibarta.com