১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন নোবিপ্রবি উপাচার্য

  • আপডেট: ১২:২৩:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
  • ৮৩৫

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ উপলক্ষে আজ রবিবার (১১ জানুয়ারি ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. শাখাওয়াত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ এ এলাকায় পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। এ বিদ্যায়তনের শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাংবাদিক তারেক মোরতাজা হাসান, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, চরজব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চট্টগ্রাম জেলা পিবিআইয়ের এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় অন্যান্যের মাঝে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও মূল্যবান দেশীয় প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত

অপারেশন ডেভিল হান্ট-২: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন নোবিপ্রবি উপাচার্য

আপডেট: ১২:২৩:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ উপলক্ষে আজ রবিবার (১১ জানুয়ারি ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. শাখাওয়াত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ এ এলাকায় পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। এ বিদ্যায়তনের শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাংবাদিক তারেক মোরতাজা হাসান, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, চরজব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চট্টগ্রাম জেলা পিবিআইয়ের এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় অন্যান্যের মাঝে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও মূল্যবান দেশীয় প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।