স্টাফ রিপোর্টার-
প্রচন্ড তাপদাহের মধ্যে পুরাতন বাস ট্যান্ড টোকিও ফুড দাম বাড়িয়ে এক গøাস লাচ্ছি ১৫০ টাকা নিচ্ছে। যাহা অল্প পরিমান দধি ও চিনি দিয়ে তৈরী করছে।
এক পিছ চিকেন টিক্কা নিচ্ছে ২০০ টাকা। অথচ একটি কক মরগীর দাম ২৮০/২৯০, এই দাম সাধারন মানুষের কাছে অসহনীয় লাগছে।
ভোক্তভোগী সাইফুদ্দিন মিয়া অভিযোগ করে বলেন অদ্য ২৭-০৪-২০২৪ বিকেলে সেখানে কিছু খেতে গেলে খাওয়ার পর বিল ধরিয়ে দেয়। কিন্তু খাওয়ার রেইট চার্ট চাইতে চাইলে ম্যানেজার খারাপ ব্যবহার করে। কাকে বলবো কেউ তদারকি করছে না। তাই জেলা প্রশাসক মহোদয় ও ভোক্তা অধিকারের কাছে অনতিবিলম্বে এই সমস্ত খাওয়ার দোকানে অভিযান চালিয়ে তাদের শাস্তি দাবী করছে সাধারণ মানুষ।