মোঃ নূর হোসাইন-
ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সুনামধন্য সামাজিক, শিক্ষামূলক ও সেবামূলক সংগঠন নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০:০০ ঘটিকায় জেলা শহর মাইজদীর এক মিলনায়তনে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সায়েদ মুহাম্মদ সুমন বৃত্তি পরীক্ষা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সূচিত করেন। এ সময় ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান আরমান, নির্বাহী পরিচালক বোরহান উদ্দিন, পরীক্ষা নিরীক্ষক সহ অন্যান্য কর্মকর্তারা এবং উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু সায়েদ সুমন বলেন- প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো আমরা অত্যন্ত চমৎকার ভাবে বৃত্তি পরীক্ষা আয়োজন এবং সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে নোয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন ❝নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র❞ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাই ও মেধা বিকাশে অনন্য সহায়ক ভুমিকা পালন করে।
উল্লেখ্য, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা -২০২৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। ১০ মে ২০২৪ থেকে ১৫ জুলাই ২০২৪ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি বা ফাউন্ডেশনের প্রতিনিধিদের থেকে ফরম সংগ্রহ করতে পারবে। নোয়াখালী জেলার অন্তর্গত সকল স্কুল এবং মাদ্রাসার তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।