মোঃ নুর হোসাইন-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই শুরু হয়েছে প্রচার প্রচারণা । নির্বাচনকে ঘিরে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি ও জমজমাট প্রচারনা ।
সোমবার (১৩ মে) প্রতীক পাওয়ার পর থেকে শহর-গ্রামের ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ৩ উপজেলার মোট ৩১ প্রার্থী। আগামী ২৯ মে (বুধবার) নোয়াখালীর এই তিন উপজেলায় ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেষ মুহুর্তে প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরে এবং জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্ঠা করছেন।
জেলার বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার মতো সদর উপজেলায়ও ভোটের উৎসব বিরাজ করছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ভোটারদের দৃষ্টি কাড়ছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় যোগ হয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে নতুন ভোটারও অংশ নিয়েছেন। সাধারন মানুষের প্রত্যাশা প্রচারনার সময় যেন কোনো হাঙ্গামা না হয়।
এই উপজেলায় প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু ও সাবেক ভাইস চেয়ারম্যান শওকত রেজা চৌধুরী আরমান এবং নাজিম উদ্দিন। প্রার্থীরা নিজেদের প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।
এদিকে ঘূর্ণিঝড় রেমাল এর কারণে প্রচার প্রচারনায় কিছুটা বিঘœ ঘটে এমন কি আবহাওয়া অনুকূলে না থাকায় প্রার্থীদেরকে ভোটারদের কাছে যেতে হিমশিম খেতে হচ্ছে । গত কাল থেকে নোয়াখালীতে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনজীবণকে অসহনীয় করে তুলেছে।
উল্লেখ্য, নোয়াখালীর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী’সহ ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আগামী ২৯ মে এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।