২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আহত হয়ে হাসপাতালে সমন্বয়ক ফরহাদুল ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১০:৫০:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৯০৯

মোঃ নুর হোসাইন :
মোটরসাইকেল এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী সরকারি কলেজ সমন্বয়ক ফরহাদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা দূরীকরণে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও এনডিসির সাথে অন্যান্য সমন্বয়করা সহ আলোচনার পর মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদী থেকে বেগমগঞ্জে যাচ্ছিলেন জলাবদ্ধতা দূরীকরণে চৌমুহনী পৌরসভার কর্মকর্তাদের সাথে আলোচনা করতে। যাওয়ার সময় ঢাকা-নোয়াখালী মহাসড়কের টিভি সেন্টার এলাকায় দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয়রা এবং খবর পেয়ে অন্যান্য সমন্বয়করা মিলে সমন্বয়ক ফরহাদকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে একজন নিউরো সাইন্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান করানো হয়।

এসময় ফরহাদকে দেখতে আসেন সদর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট হেলাল উদ্দিন , দৈনিক কালবেলার ব্যুরো চিফ অহিদ উদ্দিন মুকুল , সাংবাদিক আশিকুর রহমান , সাংবাদিক নুর হোসাইন এবং জেলার অন্যতম প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম , নোবিপ্রবি সহ-সমন্বয়ক মেহেদি হাসান সীমান্ত সহ অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ দেখতে আসেন।

সর্বাধিক পঠিত

আহত হয়ে হাসপাতালে সমন্বয়ক ফরহাদুল ইসলাম

আপডেট: ১০:৫০:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

মোঃ নুর হোসাইন :
মোটরসাইকেল এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী সরকারি কলেজ সমন্বয়ক ফরহাদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা দূরীকরণে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও এনডিসির সাথে অন্যান্য সমন্বয়করা সহ আলোচনার পর মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদী থেকে বেগমগঞ্জে যাচ্ছিলেন জলাবদ্ধতা দূরীকরণে চৌমুহনী পৌরসভার কর্মকর্তাদের সাথে আলোচনা করতে। যাওয়ার সময় ঢাকা-নোয়াখালী মহাসড়কের টিভি সেন্টার এলাকায় দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয়রা এবং খবর পেয়ে অন্যান্য সমন্বয়করা মিলে সমন্বয়ক ফরহাদকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে একজন নিউরো সাইন্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান করানো হয়।

এসময় ফরহাদকে দেখতে আসেন সদর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট হেলাল উদ্দিন , দৈনিক কালবেলার ব্যুরো চিফ অহিদ উদ্দিন মুকুল , সাংবাদিক আশিকুর রহমান , সাংবাদিক নুর হোসাইন এবং জেলার অন্যতম প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম , নোবিপ্রবি সহ-সমন্বয়ক মেহেদি হাসান সীমান্ত সহ অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ দেখতে আসেন।