স্টাফ রিপোর্টার,
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি তদন্ত মনিরুজ্জামান। এর আগে, গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় হাতিয়া থানায় তার সন্ধান না পাওয়ায় একটি জিডি করা হয়েছে।
নিখোঁজ মো. কদর শেখ (১৮) নড়াইলের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং নিলকন্ঠ জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গম বোঝাই নিলকন্ঠ জাহাজ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রা পথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়েন। তখন কদর শেখ জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি তদন্ত মনিরুজ্জামান এর সাথে কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ কদর শেখের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে।এদিকে কোষ্ট গাড সূএে জানা যায় কদর শেখ কে উদ্দার এর জন্য তারা তল্লাশি চালিয়েছে। সকাল থেকে নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ।
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ