ষ্টাফ রিপোর্টার।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে এক প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী প্রধান শিক্ষিকার নাম উম্মে কুলসুম সাথী (৪৫)। তিনি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে হত্যার হুমকির ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাথীর মুঠোফোন নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে একাধিক ফোন আসে। ফোন রিসিভ করলে শিক্ষিকাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে গালমন্দ করতে থাকে। এরপর তাকে স্কুলে যেতে নিষেধ করে। স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একই নম্বর থেকে পুনরায় ফোন দিয়ে স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।