মো: হাবিবুর রহমান (সেনবাগ প্রতিনিধি).
মাছের ভাগাভাগিকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর সকাল ৯ টার সময় সেনবাগ উপজেলা ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর গোরকাটা গ্রামের চৌকিদার বাড়িতে ঘটনার বিবরণীতে জানা যায় মঙ্গলবার সকালে তারা তাদের নিজস্ব পুকুর থেকে মাছ ধরেন, উক্ত মাছের ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই গোলাম মাওলা(৫৫) উত্তেজিত হয়ে ছোট ভাই আবু বক্কর সিদ্দিক(৩৬)কে ধারালো দা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত আঘাত করেন। তাকে আহত অবস্থায় তার পরিবারের লোকজন উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং তাহার অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তার তাহাকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করেন।
এই ঘটনায় মামলা দায়ের পর সেনবাগ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।