মোঃহাবিবুর রহমান (সেনবাগ প্রতিনিধি)
(৭ই ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় সেনবাগে সেনবাগ আল মুনির মাদ্রাসায় অনুষ্ঠান অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হওয়ার ছাত্র-ছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনার পরিচালনা করেন মাওলানা হাফেজ ইয়াসিন, প্রধান অতিথি হিসেবে ছিলেন, সেনবাগ ইংলিশ একাডেমির প্রফেসর, মোঃমহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল্ মুনীর মাদ্রাসার যুবরাজ, বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, দৈনিক কালবেলা সেনবাগ প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান ও সোহগ।
অত্যন্ত মনোরম পরিবেশে সেনবাগ পৌরসভার ৪ নংওয়ার্ড দক্ষিণ কাদরা দুলা মিয়া রাইচ মিল ভবনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৯ জন হাফেজ মাওলানা মাধ্যমে প্রতিদিন নূরানী বিভাগ, হিফজুলবিভাগ, কোরআন বিভাগ, কিতাব বিভাগ, আলিয়া ও কাওমি সিলিবাসের সমন্বয়ে পাঠ দান কার্যক্রম প্রদান করা হয় । প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহিম এম এ বলেন,আল মনির মডেল মাদ্রাসা ২০২৩ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠান ১৫৮ জন ছাত্র ছাত্রী শিক্ষার কার্যক্রম চলমান আছে। আমরা আগামীতেও ইনশাআল্লাহ এই আল্ মুনীর মডেল মাদ্রাসায় সকল ছাত্র ছাত্রী ভালো ফলাফলে উপহার দেব।
আজ অভিভাবক সমাবেশে অভিভাবক দের উদ্দেশ্যে আল মুনীর মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহিম এম,এ বলেন, সন্তানদেরকে আপনারা বাসায় ভালোভাবে যত্ন নেবেন এবং পড়ালেখার প্রতি আপনারা সচেতন থাকবেন। উপস্থিত অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক প্রম্মুখ উপস্থিতিতে অভিভাবক সমাবেশ সমাপ্তি করা হয়।