স্টাফ রিপোর্টার:
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার সেটআপ সম্পন্ন হয়েছে ।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো : ইবরাহীম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাজিম মাহমুদ শুভ। এছাড়াও শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আরমান হোসেন কে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) নোয়াখালী শহরের স্থানীয় এক মিলনায়তনে ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি ছাত্রনেতা আব্দুল্যাহ আল মাহবুব এবং অন্যান্য সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সাথী সমাবেশে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের নতুন এ নেতৃত্ব মনোনীত করা হয়।
পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি করা হয়।