
নোসক প্রতিনিধি :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে Ngc Art & Photography Club কর্তৃক আয়োজিত আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা – ২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ই মে, সোমবার বেলা ১২ টায় নোয়াখালী সরকারি কলেজের কেন্দ্রীয় লাইব্রেরীর এক মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় “শ্রমিক” যা শ্রমিক দিবসকে প্রতিনিধিত্ব করে। এই ক্লাবের প্রতিযোগিতার উদ্দেশ্য ছিলো, শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো, এবং তাদের কঠোর পরিশ্রমকে শিল্পের মাধ্যমে তুলে ধরা।
NGC Art &Photography Club নোয়াখালী সরকারি কলেজের জনপ্রিয় অনুমোদন প্রাপ্ত একটি ক্লাব। উক্ত ক্লাব কর্তৃক আয়োজিত আর্ট এন্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা – ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম সানা উল্লাহ। এছাড়াও NGC Art & Photography Club এর আহ্বায়ক প্রাণীবিজ্ঞান বিভাগের প্রধান আবু হেনা মোস্তফা কামাল, ক্লাবের উপদেষ্টা বাংলা বিভাগের লেকচারার মোহাম্মদ শফিকুল আলম, বিদান মুহুরি, নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক শহিদ আলম, সদস্য সচিব নূর হোসাইন সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
NGC Art & Photography Club দীর্ঘ সময় ধরে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করে আসতেছে যার মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকশিত হয়। ক্লাবের সদস্যরা জেলা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে আর্ট এন্ড ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের সুনাম বয়ে নিয়ে আসছে। NGC Art & Photogrphy Club এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ।
উক্ত অনুষ্ঠানের আর্ট segment এ বিজয়ীদের নাম ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ শফিকুল আলম। আর্টে বিজয়ী হন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিভাবান শিক্ষার্থী বুশরা করিম , বিশেষ সম্মাননায় পুরস্কৃত হন নুসরাত রহমান প্রাণীবিজ্ঞান বিভাগ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নাভানা তাসিম হোসাইন।
ফটোগ্রাফি segment এ বিজয়ীদের মধ্যে নাম ঘোষণা করেন ক্লাব উপদেষ্টা বিদান মুহুরি। বিজয়ী হয়েছেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী মুশফিকুর রহমান মোবারক । বিশেষ সম্মাননা পুরষ্কার পেয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদুজ্জামান হামিন এবং বাংলা বিভাগে আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন ক্লাবের সফলতা কামনা করে বলেন, যেসব প্রোগ্রাম এবং আয়োজনের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের প্রতিভা এবং মেধার বিকাশ ঘটে তা আমরা এপ্রিশিয়েট করি। সবাই তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে যাক এই দোয়া করি।
ক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম অনুষ্ঠানের ইতি টানতে গিয়ে তিনি ক্লাবের ইতিহাস সম্পর্কে বলেন, এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব নোয়াখালী সরকারি কলেজের অনুমোদন প্রাপ্ত একটি ক্লাব। সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর এই ক্লাব প্রতিষ্ঠা হয়। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ৫০ জনের বেশি। এছাড়া আমাদের অনলাইন গ্রুপে ১৩ হাজারের বেশি সদস্য রয়েছে। ২০২৫ সালে ১৯ ই ফেব্রুয়ারি এই ক্লাবের প্রথম কার্যকরি পরিষদ গঠন করা হয়।
ক্লাবের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহ প্রদান, দক্ষতা বৃদ্ধি ও স্বীকৃতিদানে এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবার আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে শ্রমিকদের সম্মার্থে আমরা এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করি।