৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচার ও এটিএম আজহারের মুক্তির দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

মোঃ নুর হোসাইন:
জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, ছাত্রশিবিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং শিবির নেতাদের উপর সহ বিরোধী দলের নেতাদের উপর ফ্যাসিস্ট আওয়ামিলীগ আমলের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা ।

বিকাল ৪টায় নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই গণহত্যা, সকল রাজনৈতিক হত্যা, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, যেসব বিপ্লবীর রক্ত ও আত্মত্যাগে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজ তাদের হত্যাকারীদের বিচার চেয়ে ছাত্রসমাজকে আবারও রাজপথে নামতে হচ্ছে।
৫ই আগস্টের আগে যেসব ছাত্র সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাদের আজও সঠিক বিচার হয়নি। তারা আজও কারাগার থেকে মুক্তি পায়নি।
আইন উপদেষ্টা আপনি যখন বলেন—অমুক দলকে নিষিদ্ধ করা যাবে না, হাইকোর্টের দেখাবেন না, তালবাহানা করবেন না— মনে রাখবেন, ছাত্রসমাজ এখনও থেমে যায়নি, তারা এখনও প্রস্তুত।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, “২০২৪ সালের ৫ই আগস্ট যে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, তার ঘোষণাপত্র রাষ্ট্রের পক্ষ থেকে অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে।
সাবেক ঢাবি সভাপতি মজলুম জননেতা এটিএম আজহার ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মুক্তি না দেওয়া পর্যন্ত ইসলামী ছাত্রশিবির রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন আরিফুল ইসলাম সভাপতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ।দাউদুল ইসলাম, সভাপতি, নোয়াখালী জেলা উত্তর। সাইফুর রসূল ফুহাদ সভাপতি, নোয়াখালী জেলা দক্ষিণ ।

জুলাই গণহত্যার বিচার ও এটিএম আজহারের মুক্তির দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই গণহত্যার বিচার ও এটিএম আজহারের মুক্তির দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট: ০৯:৫৩:০৭ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫

মোঃ নুর হোসাইন:
জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, ছাত্রশিবিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং শিবির নেতাদের উপর সহ বিরোধী দলের নেতাদের উপর ফ্যাসিস্ট আওয়ামিলীগ আমলের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা ।

বিকাল ৪টায় নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই গণহত্যা, সকল রাজনৈতিক হত্যা, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, যেসব বিপ্লবীর রক্ত ও আত্মত্যাগে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজ তাদের হত্যাকারীদের বিচার চেয়ে ছাত্রসমাজকে আবারও রাজপথে নামতে হচ্ছে।
৫ই আগস্টের আগে যেসব ছাত্র সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাদের আজও সঠিক বিচার হয়নি। তারা আজও কারাগার থেকে মুক্তি পায়নি।
আইন উপদেষ্টা আপনি যখন বলেন—অমুক দলকে নিষিদ্ধ করা যাবে না, হাইকোর্টের দেখাবেন না, তালবাহানা করবেন না— মনে রাখবেন, ছাত্রসমাজ এখনও থেমে যায়নি, তারা এখনও প্রস্তুত।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, “২০২৪ সালের ৫ই আগস্ট যে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, তার ঘোষণাপত্র রাষ্ট্রের পক্ষ থেকে অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে।
সাবেক ঢাবি সভাপতি মজলুম জননেতা এটিএম আজহার ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মুক্তি না দেওয়া পর্যন্ত ইসলামী ছাত্রশিবির রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন আরিফুল ইসলাম সভাপতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ।দাউদুল ইসলাম, সভাপতি, নোয়াখালী জেলা উত্তর। সাইফুর রসূল ফুহাদ সভাপতি, নোয়াখালী জেলা দক্ষিণ ।