স্টাফ রির্পোটার-
ছাত্রলীগের সাবেক জেলা কমিটি বিলুপ্তির দীর্ঘ ২২মাস পর নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ ৪টি নতুন কমিটি গঠিত হয়েছে।
রুবাইত রহমান আরাফাতকে জেলা ছাত্রলীগের সভাপতি ও মোঃ শামছুল হুদা বাপ্পিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠিত হয়েছে।
এই দিকে এ নব নির্বাচিত কমিটি শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুজিব চত্তরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়েছে।
এছাড়া সদর উপজেলা শাখা ছাত্রলীগের আজগর আলীকে সভাপতি, আসিবুল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভা শাখা ছাত্রলীগে মোঃ মহিবুল ইসলাম সৈকতকে সভাপতি ও খালেদ মোশারফ সঞ্জয়কে সাধারণ সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজ শাখায় ছাত্রলীগে আবু নাঈম তানিমকে সভাপতি ও ওমর ফারুক স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়।
এ নব নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগে ২০২২ সালের ১৪ ই মে জেলা কমিটি বাতিল করা হয়েছে। এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত জেলা ছাত্রলীগ কমিটি সহ অন্যান্য কমিটির নেতারা। নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান মেয়র সহিদ উল্যাহ খাঁন ।