২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার-
আসছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদে কেবল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনজন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে এক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা এ তথ্যসমূহ নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসানাত।

হাতিয়া উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে হাতিয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েশা ফেরদাউস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন নাহার বেগম।

এদিকে ভাইস চেয়ারম্যান পদ দু’টিতে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় এ দু’টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য,আগামী ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও আগামী ৮ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত

সংবিধান দিয়েই ফ্যাস্টিট হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে:ইসহাক খন্দকার

হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট: ০৫:৩০:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

স্টাফ রিপোর্টার-
আসছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদে কেবল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনজন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে এক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা এ তথ্যসমূহ নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসানাত।

হাতিয়া উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে হাতিয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েশা ফেরদাউস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন নাহার বেগম।

এদিকে ভাইস চেয়ারম্যান পদ দু’টিতে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় এ দু’টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য,আগামী ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও আগামী ৮ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।