আবুল বাশার(সুবর্ণচর প্রতিনিধি)-
নোয়াখালী সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমজমাট। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত চলছে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের প্রচারণা ও উঠান বৈঠক।

নির্বাচনে চেয়ারম্যান পদে তরুন প্রার্থী নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম প্রার্থী রয়েছেন।

শেষ মুহুর্তে দুই প্রার্থীই নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক চলছে। এই উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ১ শ ৮৮ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬শ ৯ জন। এবং মোট ভোট কেন্দ্রর সংখ্যা ৬১টি।

উল্লেখ্য আগামী ৮ মে ১ম ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ের দুইজনেই আশাবাদী। নির্বাচনকে গিরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, তবে সাধারণ ভোটাররা চান সুষ্ঠ ও বাহিনী মুক্ত নির্বাচন। ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে আশংকায় রয়েছে তারা।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এবং ঝুকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্র গুলোর আশপাশে চেক পোষ্ট বসানো হবে। যেন বহিরাগত বা কোন বাহিনীর সদস্য নির্বাচনীয় এলাকায় প্রবেশ করতে না পরে। প্রশাসন সতর্ক থাকবে।