মোঃ নুর হোসাইন :
নোয়াখালীতে বন্যা কবলিত হয়ে আশ্রয়কেন্দ্রে ওঠা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ব্যতিক্রমী এক কার্যক্রম শিশুদের জন্য কুরআন শিক্ষার আসর সকালবেলার মক্তব চালু করেছে ছাত্রশিবির বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে নোয়াখালী জেলার সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হয়েছে।
৩০ শে আগষ্ট ( শুক্রবার) থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ফাজিল ডিগ্রি মাদ্রাসা আশ্রয়কেন্দ্র ও সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কর্মসূচী চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।
এবিষয়ে ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি মোহাম্মদ আবু সায়েদ সুমন বলেন, ” নোয়াখালীতে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির বন্যার্ত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বন্যার্ত শিশুদের দ্বীনি শিক্ষা অর্জনের জন্য রাজগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও নোয়ান্নই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে নোয়াখালীর সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নোয়াখালী শহর শাখা ছাত্রশিবির বন্যার্ত শিশুদের জন্য বিনামূল্যে মক্তব কার্যক্রম চালু করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বন্যার্ত মানুষের সেবায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা সবসময়ই কাজ করে যাবে।