মোঃ নুর হোসাইন :
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং সীমান্তবর্তী বেশ কয়েকটি জায়গায় ভারতীয় উগ্রবাদী জঙ্গিদের হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে শহরের প্রধান সড়কের পৌর বাজারের থেকে মিছিলটি শুরু হয়৷ পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন কিরণ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে ভারতীয় সাম্রাজ্যবাদী ও আগ্রাসন বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয় এবং অবিলম্বে বাংলাদেশ হাইকমিশনে হামলার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।