স্টাফ রিপোর্টার:
যেই বয়সে কিশোররা মাদক নিয়ে ব্যস্ত থাকে মাঠে ঘাটে ও হাট বাজারে, ঠিক সেই বয়সে শিশু কিশোরদের মসজিদে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে একটি ব্যতিক্রমি উদ্যোগে নেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া গ্রামের দারুস সালাম জামে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদ কর্তৃপক্ষে উদ্যোগে ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ে ২৫ জন শিশু কিশোর উপহার পেলেন ২৫ টি বাইসাইকেল । মসজিদ কমিটির এমন মহৎ উদ্যোগে খুশি শিশু কিশোর ও এলাকাবাসি।
শনিবার সকাল ১১টায় কোম্পনীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে কিশোরদের মাঝে এই বাইসাইকেল উপহার দেয়া হয়েছে । এই সময় কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার( ভূমি).হাবেল উদ্দিন। কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমির অধ্যাপক বেলায়েত হোসেন। মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন ও সমাজসেবক আব্দুল কুদ্দুস, সাংবাদিক মাসুদ আলম, সাংবাদিক সামসুল হাসান মিরন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, ইকবাল হোসেন মজনু, ইয়াকুব আলী ইমন, মানিক ভূঁঞা, রায়হান সরকার, হাসিব সহ স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন.। মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন বলেন। এটি আমাদের একটি সাহসী উদ্যোগ ছিল। আর্থিকভাবে আমাদের একটি হিমশিম খেতে হলেও শিশু-কিশোরদের নামাজি করতে পেরে আমরা খুবই আনন্দিত ও খুশি । কিশোররা জানান। আমরা আগেও নামাজ পড়তাম এখনো নিয়মিত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো । মসজিদ কমিটির এই মহতি উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসি। পরে সন্ধ্যায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্ল্যার হাত থেকেও পুরষ্কার গ্রহণ করেন কিশোররা।
৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ