স্টাফ রির্পোটার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা পরিষদ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের সাবেক জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলন, বৃহত্তর নোয়াখালীর যুদ্ধকালীন কমান্ডার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, মিয়া মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী প্লেস ক্লাবের সভাপতি বকতিয়ার সিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।
সংবর্ধনা শেষে যুদ্ধকালীন অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের একটি করে শীতের চাদর ও চেক উপহার দিয়ে সম্মানিত করা হয় এবং আগামীতেও জেলার সকল মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করার আশ্বাস দেয় জেলা পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮০ জন বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহন করেন