স্টাফ রির্পোটার-
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচরে) আসনে চারবারের নব নির্বাচিত সরকার দলীয় আওয়ামী লীগের মনোনীত গণমানুষের নেতা এমপি একরামুল করিম চৌধুরীকে কাছে পেয়ে প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানান হাজার হাজার ভক্ত ও সমর্থকরা। বিপুল ভোটে নৌকা মার্কায় সমর্থন নিয়ে ৪র্থ বার নির্বাচিত হওয়ার শনিবার দিনব্যাপি সদর ও সুবর্ণচরের সাধারণ মানুষ ও ভোটারদের সাথে দেখা করতে যান এ নবনির্বাচিত এমপি।
এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণকরে নেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান জানান, একরাম চৌধুরী একজন জনপ্রিয় নেতা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত আস্থার মানুষ। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ঢাকা থেকে ছুটে এসে প্রথমে সাধারণ মানুষের মাঝে দেখা করতে যান। এ সময় তাদের প্রিয় এমপিকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। তার মাধ্যমে আগামীতে আরও ব্যাপক উন্নয়ন হবে।
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ