২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবির ছাত্রের ওপর হামলার ঘটনায় ৫ তরুণ আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৫:৪৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪
  • ১২৫০


মোঃ নুর হোসাইন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে হামলার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে চার জনই তরুণ। অন্যজন তাদের নেতা।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা ও আশপাশ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- দলনেতা রাব্বি (২৮), রনি (২৪), অধির (১৮), শাওন (১৮) ও রাফসান (২০)। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম আহমেদ।তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-১১ সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভুক্তভোগী ও বন্ধুরা মাইজদী শহরের হাউজিং এলাকায় বাসা ভাড়া নিতে খুঁজছিলেন। এসময় তরুণরা তাদের পিছু নিয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। শামীম এর প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।তিনি জানান, আটক কৃতরা দীর্ঘ দিন থেকে মাইজদী ও তার আশপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা অপহরণসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিল।

সর্বাধিক পঠিত

নোবিপ্রবির ছাত্রের ওপর হামলার ঘটনায় ৫ তরুণ আটক

আপডেট: ০৫:৪৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪


মোঃ নুর হোসাইন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে হামলার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে চার জনই তরুণ। অন্যজন তাদের নেতা।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা ও আশপাশ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- দলনেতা রাব্বি (২৮), রনি (২৪), অধির (১৮), শাওন (১৮) ও রাফসান (২০)। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম আহমেদ।তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-১১ সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভুক্তভোগী ও বন্ধুরা মাইজদী শহরের হাউজিং এলাকায় বাসা ভাড়া নিতে খুঁজছিলেন। এসময় তরুণরা তাদের পিছু নিয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। শামীম এর প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।তিনি জানান, আটক কৃতরা দীর্ঘ দিন থেকে মাইজদী ও তার আশপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা অপহরণসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিল।