১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুবর্ণচরে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: ০১:৫৯:২৩ অপরাহ্ণ, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • ১২৮১

আবুল বাসার-
নোয়াখালীর সুবর্ণচরসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সংঘটিত সকল সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে সম্মিলিত হই, রুখে দাড়াই’ ¯েøাগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে নিজেরা করি সংস্থা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নোয়াখালী নারী অধিকার জোটের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, এতে প্রায় তিন শতাধিক নারী পুরুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন- নারী অধিকার জোটের নোয়াখালী জেলা সভানেত্রী লাইলা পারভীন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক, পরিতোষ দেব নাথ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ভূমিহীন নেত্রী মেরিনা আক্তার, সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক হানিফ মাহমুদ প্রমুখ।

ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়, প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে। তাদেরকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে। পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ নিকটাত্মীয় দ্বারা নির্যাতনের ঘটনা ও প্রতিনিয়ত ঘটছে। নারী ঘরে-বাইরে কোথা ও নিরাপদ নয়। কখনো কখনো নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দ্বায়ভার নারীকেই নিতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে তাদের। বক্তারা বলেন। নারী নির্যাতনের আমাদের এই চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

নোবিপ্রবি ছাত্রী হলে অগ্নিকাণ্ড, পরীক্ষা স্থগিত

সুবর্ণচরে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ০১:৫৯:২৩ অপরাহ্ণ, রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

আবুল বাসার-
নোয়াখালীর সুবর্ণচরসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সংঘটিত সকল সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে সম্মিলিত হই, রুখে দাড়াই’ ¯েøাগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে নিজেরা করি সংস্থা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নোয়াখালী নারী অধিকার জোটের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, এতে প্রায় তিন শতাধিক নারী পুরুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন- নারী অধিকার জোটের নোয়াখালী জেলা সভানেত্রী লাইলা পারভীন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক, পরিতোষ দেব নাথ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ভূমিহীন নেত্রী মেরিনা আক্তার, সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক হানিফ মাহমুদ প্রমুখ।

ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়, প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে। তাদেরকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে। পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ নিকটাত্মীয় দ্বারা নির্যাতনের ঘটনা ও প্রতিনিয়ত ঘটছে। নারী ঘরে-বাইরে কোথা ও নিরাপদ নয়। কখনো কখনো নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দ্বায়ভার নারীকেই নিতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে তাদের। বক্তারা বলেন। নারী নির্যাতনের আমাদের এই চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।