মোঃ নুর হোসাইন-
স্বাধীণতার পর থেকে দীর্ঘদিন যাবত পরিত্যক্ত নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর গুরুত্বপূর্ণ তুলাতলী খালের ময়লা আবর্জনায় ভরপুর খালটি পরিষ্কার অভিযান শুরু হয়েছে।
চৌমুহনী পৌরসভা ও ‘বিডি ক্লিন বাংলাদেশে’র যৌথ উদ্যোগে প্রায় তিন শতাধিক সেচ্ছাসেবক এ অভিযানে অংশ নিয়েছে, তবে অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধারের তৎপরতা নেই। দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এ এলাকার জীব-বৈচিত্র সংরক্ষন হবে। তবে দীর্ঘদিন থেকে একটি অসাধু চক্র চৌমুহনীর এ ঐতিহ্যবাহী খালটির দুপাশে অবৈধ দোকানপাট করে দখল করলেও উদ্ধারের কোন প্রকার তৎপরতা নেই। একসময় এই খাল দিয়ে দেশের বিভিন্নস্থান থেকে নৌকা ও ট্রলার যোগে মালামাল আসতো। সেই ঐতিহ্য এখন হারিয়ে গেছে। অবৈধ দখলদাররা ঘিলে খাচ্ছে খালটি।
শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় বড় পোল থেকে চৌমুহনী মদনমোহন হাইস্কুল এলাকায় ও কমফোর্ট হাসপাতাল পর্যন্ত এলাকায় তুলাতলী খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এ সময় উপস্থিত ছিলেন চৌমুনহী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাছান, বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসিফ আল জিনাত জানান, পর্যায়ক্রমে অবৈধদখলদারদের হাতথেকে খালটি উদ্ধার করে খালের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
দিনব্যাপী অভিযানে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের উভয় পাশে প্রায় এক কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কার করতে বিডি ক্লিনের ঢাকা, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নিয়েছে। আর এই কাজে সার্বিক সহযোগিতা করেছে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।