২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র সাত মাসে কোরআনের হাফেজ নোয়াখালীর সন্তান আব্দুল্লাহ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০১:৪৩:০১ অপরাহ্ণ, সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • ১৬০৯

স্টাফ রির্পোটার-
কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে একরাম।

মাত্র সাত মাসেই পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হয়েছেন ১০ বছরের আব্দুল্লাহ ইবনে একরাম।

আবদুল্লাহ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে অবস্থিত মুন্সীবাড়ি মাদানী নেছাব মাদ্রাসার শিক্ষার্থী।

আব্দুল্লাহ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের চৌধুরী হাজি বাড়ির একরাম হোসেন ও জান্নাতুল নাইম দম্পতির বড় সন্তান।

আব্দুল্লাহ ইবনে একরাম বলেন, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।

মুন্সীবাড়ি মাদানী নেছাব মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. হারুনুর রশিদ বলেন, ১০ বছর ৪ মাস বয়সী আব্দুল্লাহ ইবনে একরাম ৭ মাস ১৮ দিনে হাফেজি শেষ করেছে। তার ওস্তাদরা অনেক বেশি পরিশ্রম করেছেন। তার অভিভাবকও অনেক পরিশ্রমী। আমরা মহান আল্লাহর কাছে তার সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করি।

আব্দুল্লাহর বাবা একরাম হোসেন বলেন, আলহামদুলিল্লাহ! আমার বড় ছেলে কম সময়ে কোরআনের হাফেজ হয়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। তার ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় আলেম হতে পারে।

সর্বাধিক পঠিত

মাত্র সাত মাসে কোরআনের হাফেজ নোয়াখালীর সন্তান আব্দুল্লাহ

আপডেট: ০১:৪৩:০১ অপরাহ্ণ, সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

স্টাফ রির্পোটার-
কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে একরাম।

মাত্র সাত মাসেই পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হয়েছেন ১০ বছরের আব্দুল্লাহ ইবনে একরাম।

আবদুল্লাহ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে অবস্থিত মুন্সীবাড়ি মাদানী নেছাব মাদ্রাসার শিক্ষার্থী।

আব্দুল্লাহ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের চৌধুরী হাজি বাড়ির একরাম হোসেন ও জান্নাতুল নাইম দম্পতির বড় সন্তান।

আব্দুল্লাহ ইবনে একরাম বলেন, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।

মুন্সীবাড়ি মাদানী নেছাব মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. হারুনুর রশিদ বলেন, ১০ বছর ৪ মাস বয়সী আব্দুল্লাহ ইবনে একরাম ৭ মাস ১৮ দিনে হাফেজি শেষ করেছে। তার ওস্তাদরা অনেক বেশি পরিশ্রম করেছেন। তার অভিভাবকও অনেক পরিশ্রমী। আমরা মহান আল্লাহর কাছে তার সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করি।

আব্দুল্লাহর বাবা একরাম হোসেন বলেন, আলহামদুলিল্লাহ! আমার বড় ছেলে কম সময়ে কোরআনের হাফেজ হয়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। তার ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় আলেম হতে পারে।