মোঃ নুর হোসাইন-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা আয়োজন ছিল নোয়াখালীতে।
রোববার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের প্রমূখ।
এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, নোয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।