১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমি দস্যুদের কবলে ফসলি জমি, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন

  • আপডেট: ০৫:১৭:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ২১৯১

স্টাফ রিপোর্টার:
ফসলি জমির মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই ভূমি দস্যুরা অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে একের পর এক ফসলি জমির মাটি গিলে খাচ্ছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৬ রাজগঞ্জ ইউনিয়নের ০১নং ওয়ার্ড এর উত্তর আলাদিনগর গ্রামের রায়ের বাড়ীর জনৈক বিনিময়কারীর জমির উপর স্থানীয় ভূমিদস্যু, শরীফ,ফয়েজ এবং আরও অনেক চাঁদাবাজ ও অবৈধ জবরদখলকারী মাটি ব্যাপরীরা মিলে দীর্ঘদিন ভূমির প্রকৃতি পরিবর্তন করে মাটি বিক্রি করে আসছে।
প্রশাসন কে তোয়াক্কা না করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই বিগত বছরের মতো এবারও মাটি খনন ও বিক্রি করার জন্য ভেকো মেসিন নিয়ে আসে তারা।

স্থানীয়রা জানান, ভূমি দস্যুরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে সেগুলো নিয়ে যায়, এতে করে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ কমছে অন্যদিকে আশেপাশের ফসলি জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমি দস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষার্থে স্থানীয় কৃষকরা প্রশাসনের কঠের পদক্ষেপ দেখতে চান।

এ বিষয়ে জানতে চাইলে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল বলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) এর নির্দেশে আজকে আমরা ঘটনাস্থলে যায় এবং মাটি খেকো ভেকু মেশিনকে সরিয়ে দি। ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

ভূমি দস্যুদের কবলে ফসলি জমি, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন

আপডেট: ০৫:১৭:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার:
ফসলি জমির মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই ভূমি দস্যুরা অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে একের পর এক ফসলি জমির মাটি গিলে খাচ্ছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৬ রাজগঞ্জ ইউনিয়নের ০১নং ওয়ার্ড এর উত্তর আলাদিনগর গ্রামের রায়ের বাড়ীর জনৈক বিনিময়কারীর জমির উপর স্থানীয় ভূমিদস্যু, শরীফ,ফয়েজ এবং আরও অনেক চাঁদাবাজ ও অবৈধ জবরদখলকারী মাটি ব্যাপরীরা মিলে দীর্ঘদিন ভূমির প্রকৃতি পরিবর্তন করে মাটি বিক্রি করে আসছে।
প্রশাসন কে তোয়াক্কা না করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই বিগত বছরের মতো এবারও মাটি খনন ও বিক্রি করার জন্য ভেকো মেসিন নিয়ে আসে তারা।

স্থানীয়রা জানান, ভূমি দস্যুরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে সেগুলো নিয়ে যায়, এতে করে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ কমছে অন্যদিকে আশেপাশের ফসলি জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমি দস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষার্থে স্থানীয় কৃষকরা প্রশাসনের কঠের পদক্ষেপ দেখতে চান।

এ বিষয়ে জানতে চাইলে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল বলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) এর নির্দেশে আজকে আমরা ঘটনাস্থলে যায় এবং মাটি খেকো ভেকু মেশিনকে সরিয়ে দি। ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।