নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার বিতর
মোঃ নূর হোসাইন-
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম হওয়া, শহীদ পরিবার ও আহতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ২টায় নোয়াখালী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ শাহজাহান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ্ বাহার হিরন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, এডভোকেট সাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন,জেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান।
অনুষ্ঠানে- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, শহীদ পরিবার ও আহতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।