নোয়াখালীর সূবর্ণচরে আচরণবিধি লংঘন করে নির্বাচনী প্রচারনার অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী ও দলীয় প্রার্থী পরিচয় দিয়ে নির্বাচনী প্রচারনার অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে (দোয়াত কলম) কে ২৪ ঘন্টার মধ্য কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নওয়াবুল ইসলাম।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কর্মকর্তা সত্যতা স্বীকার করে বলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী দলীয় প্রার্থীর পরিচয় দিয়ে প্রচারনা করতে পারেন না। এবং সরকারি গাড়ী ব্যবহার করতে পারেন না। এই নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে কারন দর্শানো চিঠি দেওয়া হয়েছে। এবং ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।
এর আগে সতন্ত্রপ্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করলে ও তিনি ফোন ধরেন নি।