১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সেনবাগে চাউলের ডিলারের উপর সন্ত্রাসী হামলা

হাবিবুর রহমান ( সেনবাগ প্রতিনিধি)-
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে সরকারি চাউলের ডিলারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৩জুন) রাত দশটায় সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ফকিরহাটের সরকারি চাউলের ব্যবসায়ী ডিলার মোহাম্মদ আলাউদ্দিন (৪০) দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্য তার চলার পথ গতিরোধ করে ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করে এতে আলাউদ্দিন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন রাতেই তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক জানান আলাউদ্দিনের মাথায় ৯টি সেলাই করা হয়েছে ।

ভুক্তভোগী আলাউদ্দিন জানান সম্পত্তির বিরোধে আদালতে তার চাচাতো ভাইদের সাথে তার মামলা চলমান রয়েছে। পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে এ সন্ত্রাসী হামলা করেছিল। গত এক বছর আগেও তার উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। পুনরায় একই কায়দায়, একই বিষয় নিয়ে, এক বছর পরে গতকাল রাতে আবার অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

আলাউদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।৪ জুন দুপুর ৩টায় ৮নংবিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল ও ইউপি মেম্বার আব্দুল হান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আহত আলাউদ্দিন কে হাসপাতালে দেখতে আসেন। হামলার শিকার ভুক্তভোগী পরিবার জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

নোবিপ্রবি ছাত্রী হলে অগ্নিকাণ্ড, পরীক্ষা স্থগিত

সেনবাগে চাউলের ডিলারের উপর সন্ত্রাসী হামলা

আপডেট: ০১:৪৩:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

হাবিবুর রহমান ( সেনবাগ প্রতিনিধি)-
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নে সরকারি চাউলের ডিলারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৩জুন) রাত দশটায় সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ফকিরহাটের সরকারি চাউলের ব্যবসায়ী ডিলার মোহাম্মদ আলাউদ্দিন (৪০) দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্য তার চলার পথ গতিরোধ করে ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করে এতে আলাউদ্দিন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন রাতেই তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক জানান আলাউদ্দিনের মাথায় ৯টি সেলাই করা হয়েছে ।

ভুক্তভোগী আলাউদ্দিন জানান সম্পত্তির বিরোধে আদালতে তার চাচাতো ভাইদের সাথে তার মামলা চলমান রয়েছে। পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে এ সন্ত্রাসী হামলা করেছিল। গত এক বছর আগেও তার উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। পুনরায় একই কায়দায়, একই বিষয় নিয়ে, এক বছর পরে গতকাল রাতে আবার অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

আলাউদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।৪ জুন দুপুর ৩টায় ৮নংবিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল ও ইউপি মেম্বার আব্দুল হান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আহত আলাউদ্দিন কে হাসপাতালে দেখতে আসেন। হামলার শিকার ভুক্তভোগী পরিবার জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।