oমোঃ নুর হোসাইন :
চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের মতো নোয়াখালীতেও কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস করার লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
আজ রোববার (১৪ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, সোনাপুর কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বেলা ১১: ০০ টা থেকে জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্র নেতারা বলেন, অবিলম্বে কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাস করার লক্ষ্যে জরুরী অধিবেশন আহ্বান না করা হলে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে, ছাত্র সমাজ তাদের অধিকার রক্ষায়, বৈষম্যমুক্ত এবং মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসুচীকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলো ।