নুর হোসাইন::
নোয়াখালীতে রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে ফ্যাসিবাদীরা আওয়ামীপন্থী নিকৃষ্ট শ্লোগান দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীর ছাত্র-জনতা।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সেক্রেটারি ও নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পি.পি) গুলজারের কক্ষে তালা লাগিয়ে দেয়৷ এসময় তালা দেওয়া হয় আরো দুই আওয়ামী আইনজীবীর কক্ষেও। যারা গতকাল আদালতে আওয়ামিলীগের পক্ষে শ্লোগান দিয়েছিল।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, উকিল লীগের জায়গা নোয়াখালীতে হবেনা। যারা গণহত্যাকারী, খুনিদের পক্ষে আদালতে দাঁড়ায়, যারা দালালি করে তাদেরকে আমরা মানুষ মনে করিনা৷ আপনারা নৈতিকতা হারিয়েছেন। বাংলাদেশের মানুষ কোনভাবেই সন্ত্রাসী, খুনী ছাত্রলীগ আওয়ামিলীগের পুনর্বাসন মেনে নিবেনা। এসময় আরো বক্তব্য রাখেন নোবিপ্রবির অন্যতম সমন্বয়ক বনি ইয়ামিন, মাহমুদুল হাসান আরিফ, হাসিবুল ইসলাম, নোয়াখালী কলেজের সমন্বয়ক মাজহারুল ইসলাম, আবু সুফিয়ান, আফসার বিন আজিজ।
বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গতকাল নোয়াখালী জেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক হত্যা মামলায় রিমান্ডের জন্য আদালতে তোলা হয়, আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেসময় আদালত প্রাঙ্গনে ৭০/৮০ জন লোক আওয়ামীপন্থী বিভিন্ন শ্লোগান দেয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।