স্টাফ রিপোর্টার:
নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের গডফাদার এবং সাবেক এমপি একরামের ডানহাত হিসেবে পরিচিত যুবলীগ নেতা আশরাফুল করিম বাবুকে গতকাল গভীর রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব -১১)
আজ সকাল দশটার দিকে আটক বাবুকে নোয়াখালী সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়। ২০১৩ সালে দত্তেরহাটে ট্রাক শ্রমিক খোকন হত্যা মামলায় আশরাফুল করিম বাবুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। নোয়াখালী ৪ আসনের সাবেক এমপি একরামুল করিমও একই মামলায় বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে।
জানা যায়, আশরাফুল করিম বাবু নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং উপজেলা যুবলীগের নেতা ছিলো। কোমলমতি ছাত্রদের এবং এলাকার বেকার যুবক ও সন্ত্রাসীদের দিয়ে তৈরি করে বাবু বাহিনী। উপজেলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, দখলদারি নিয়ন্ত্রণ করতো এ বাহিনী। কথায় কথায় দলবেঁধে অস্ত্রসজ্জিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা করতো তারা। বাবু বাহিনীর সন্ত্রাসী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এখনো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট করে যাচ্ছে এবং সরকার বিরোধী নানা গুজব ছড়াচ্ছে। গত কয়েক মাস আগে বাবু বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ যায় নোয়ান্নই ইউনিয়নের প্রবাসী সাজ্জাদ হোসেনের (২৩) ।এ ঘটনায় পুলিশ বাদী হত্যা মামলার আসামীও আশরাফুল করিম বাবু। এলাকাবাসী মনে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুর্ধর্ষ বাবু বাহিনীর বিভিন্ন আস্তানায় অভিযান চালালে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকের সন্ধান পাওয়া যাবে। কারণ বিভিন্ন সময়ে তারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও আধিপত্য বিস্তার করতো।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বাবুর বিরুদ্ধে হত্যা মামলা সহ অসংখ্য ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। আমরা আদালতে তার বিরুদ্ধে রিমান্ড চাইবো।