২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুবর্ণচরে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন   

oplus_2

ষ্টাফ রিপোর্টার
নোয়াখালীর  সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী মাসুমা আটিয়া জিন্নাত(১৫)সহ তার পরিবারকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এঘটনায় দোষীদের  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

৬ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১২ টায় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধনের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে তার সহপাঠীরা বলেন, জিন্নাত বিদ্যালয় থেকে বাড়ীতে ফেরার পথে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা জিন্নাত ও তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে।

এসময় হামলাকারীরা জিন্নাতকে তার মাথায় আঘাত করে। জিন্নাত বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  এর আগেও একাধিকবার জিন্নাত ও তার পরিবারকে  হামলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলা হলেও  ৬ অভিযুক্তের মধ্যে  দুজনকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার মূল অভিযুক্ত সাইফু্ল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। মানববন্ধন থেকে  জড়িত সকলকে গ্রেফতার করার দাবী জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমরা আসামীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে অনুরোধ করেছি দুজন আসামী গ্রেফতার হয়েছে প্রধান আনামীকে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো.শাহীন মিয়া বলেন, আহত আটিয়ার মা বাদী হয়ে এঘটনায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাপর আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

সংবিধান দিয়েই ফ্যাস্টিট হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে:ইসহাক খন্দকার

সুবর্ণচরে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন   

আপডেট: ০৮:০৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ষ্টাফ রিপোর্টার
নোয়াখালীর  সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী মাসুমা আটিয়া জিন্নাত(১৫)সহ তার পরিবারকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এঘটনায় দোষীদের  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

৬ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১২ টায় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধনের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে তার সহপাঠীরা বলেন, জিন্নাত বিদ্যালয় থেকে বাড়ীতে ফেরার পথে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা জিন্নাত ও তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে।

এসময় হামলাকারীরা জিন্নাতকে তার মাথায় আঘাত করে। জিন্নাত বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  এর আগেও একাধিকবার জিন্নাত ও তার পরিবারকে  হামলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলা হলেও  ৬ অভিযুক্তের মধ্যে  দুজনকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার মূল অভিযুক্ত সাইফু্ল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। মানববন্ধন থেকে  জড়িত সকলকে গ্রেফতার করার দাবী জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমরা আসামীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে অনুরোধ করেছি দুজন আসামী গ্রেফতার হয়েছে প্রধান আনামীকে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো.শাহীন মিয়া বলেন, আহত আটিয়ার মা বাদী হয়ে এঘটনায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাপর আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।