মো: নুর হোসাইন >>
❝সেবার ব্রতে চাকরি❞—এই শ্লোগানে নোয়াখালী জেলায় পুলিশের টিআরসিনিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন।
বুধবার (০৬ নভেম্বর) জেলা পুলিশ ট্রেনিং সেন্টারের মাঠে নোয়াখালী জেলায়নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করেট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮ ঘটিকাথেকে নোয়াখালী জেলার প্রার্থীদের তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ও নারীপ্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরিক্ষা সম্পন্নহয়েছে।
উল্লেখ্য এ সময় আকস্মিক পরিদর্শন করেন পুলিশ ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট, (ডিআইজি), জনাব মোঃ হায়দার আলী খান,(বিপিএম-সেবা), মহোদয়।
Physical Endurance Test (PET)- পরীক্ষায় নোয়াখালী জেলার টিআরসিনিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বেশারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিককার্যক্রম সরজমিনে তদারকি করেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপারজনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেনজনাব মোঃ মনিরুজ্জামান, এআইজি (আর্মস অ্যান্ড অ্যামুনিশন),পুলিশহেডকোয়ার্টার্স, ঢাকা,জনাব মাহবুবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(এলআইসি), পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, লক্ষ্মীপুর জেলা,জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার, কসবাসার্কেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা, জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশসুপার, (ক্রাইম এন্ড অপস্),নোয়াখালী,জনাব মোর্তাহীন বিল্লাহ,অতিরিক্তপুলিশ সুপার,(সদর সার্কেল), নোয়াখালী সহ ডিউটিরত অফিসার বৃন্দ পুলিশসদস্যগণ।