নোসক প্রতিনিধি :
প্রথমবারের মতো বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে নোয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ইসলামি কনফারেন্স -২০২৪
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ জাকির হোসাইন।
কনফারেন্সে আলোচনা পেশ করেন তারবিয়াহ ইডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি স্কলার শাইখ প্রফেসর মুখতার আহমেদ সাহেব, ত্ব-হা জ্বিন্নূরাইন ইসলামিক স্কুলের চেয়ারম্যান ও তরুণ দায়ী ইলাল্লাহ আবু ত্বহা মুহাম্মদ আদনান সাহেব, দারুল ওয়াহি আল ইসলামিয়া মডেল মাদ্রাসার চেয়ারম্যান ও আন্তর্জাতিক ক্বারী মাওলানা আব্দুল মান্নান সাহেব।
ইসলামিক কনফারেন্স ঘিরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঢল নামে। কনফারেন্সে নারী শিক্ষার্থীদের জন্য পর্দা সহকারে আলাদা বসার ব্যবস্থা করে আয়োজক কমিটি। উৎসাহ উদ্দীপনা সহ খুশির আমেজ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে । অডিটোরিয়াম পূর্ণ হয়ে ক্যাম্পাসের মাঠে প্রজেক্টেরে সামনে বসে আলোচকদের লেকচার শুনেছে অসংখ্য মানুষ ।